Madhumashey Phool Photey Lyrics (মধুমাসে ফুল ফোটে) Maayakumari
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
যৌবন গন্ধে ম-ম এই মধুমাসে
চঞ্চল হলো তনু তোমারও সুবাসে
মধুমাসে অলি গুলো এসে দেখি জোটে
লাজবতী লাজ দিলো সুবাসিত ঠোঁটে।
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে।।
কি খেলাতে মেতেছিলো এ শরীর মন
কি খেলাতে মেতেছিলো এ শরীর মন
কত শোভা সেজেছিল ওই গৃহকোণ..
কত শোভা সেজেছিল ওই গৃহকোণ।
তুমি প্রিয় সাজালে যখন ওগো..
তুমি প্রিয় সাজালে যখন
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে।।
তনুমন ভরে যেন বেজে ওঠে সুর
তনুমন ভরে যেন বেজে ওঠে সুর
মিলন কেন প্রিয় বিরহ বিধূর
মিলন কেন প্রিয় বিরহ বিধূর,
তুমি প্রিয় যেন বহুদূর
তুমি প্রিয় যেন বহুদূর।
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে,
মধুমাসে ফুল ফোটে বাগানে কাননে
মধুমাসে ভালোবাসা মনের গহনে।।