Tomay Notun Kore Lyrics (তোমায় নতুন করে) Love Aaj Kal Porshu
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ,
ও মোর ভালোবাসার ধন,
তোমায় নতুন করে পাবো বলে।
ওগো তুমি আমার নও আড়ালের
তুমি আমার চিরকালের,
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,
ও মোর ভালোবাসার ধন।
তোমায় নতুন করে পাবো বলে।
আমি তোমায় যখন খুঁজে ফিরি
ভয়ে কাঁপে মন,
প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার শেষ নাহি,
তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন,
ও মোর ভালোবাসার ধন।
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ।