Sesh Gaan Noy Aaj Geye Jabo Lyrics (শেষ গান নয় আজ) Mangal Deep
শেষ গান নয় আজ গেয়ে যাবো
জীবনের এই জয়গান,
আজ আমি ভুলে যেতে চাই
তোমাদের সব অপমান।
মঙ্গল দীপ জ্বালিয়ে যাবো।
আমার যা কিছু আজ
তোমার দয়ায়,
মা জানকীর আশিষ,
আমার মাথায়।
ভালোবাসা আজ চাই সকলের
নেই কোন অভিমান।
শেষ গান নয় আজ গেয়ে যাবো
জীবনের এই জয় গান,
আজ আমি ভুলে যেতে চাই
তোমাদের সব অপমান।
মঙ্গলদীপ জ্বালিয়ে যাবো,
মঙ্গলদীপ জ্বালিয়ে যাবো..
তোমার চরণ দাদা
মাথায় আমার,
আজ আমি খুঁজে পাই,
স্বর্গের দ্বার।
যা কিছু পেয়েছি আমি সবইতো
তোমার দয়ার দান।
শেষ গান নয় আজ গেয়ে যাব
জীবনের এই জয়গান,
আজ আমি ভুলে যেতে চাই
তোমাদের সব অপমান।
মঙ্গল দীপ জ্বালিয়ে যাব,
মঙ্গল দীপ জ্বালিয়ে যাব।