Raji Achi Lyrics (রাজি আছি) Raj Barman | Paayel | Saurav
চুপি চুপি তোর সাথে
মন ভেজাবো দিনরাতে,
লিখব বলে গল্পটা অল্প আলোতে।
চোখে চোখে ইশারা
দিচ্ছে তোকে পাহারা,
বন্দি করে রেখে দেবোনা হারাতে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়..
মন ভেজাবো দিনরাতে,
লিখব বলে গল্পটা অল্প আলোতে।
চোখে চোখে ইশারা
দিচ্ছে তোকে পাহারা,
বন্দি করে রেখে দেবোনা হারাতে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়..
রাজি আছি কাছাকাছি
থাকবি যদি আয় চলে,
মিঠে রোদে স্বপ্ন মেখে
নীল পাহাড়ের আঁচলে,
আয় চলে ..
আলোর পিয়ন হয়ে
মেঘের মিনার ছুঁয়ে,
নেমে এলি এই হৃদয়ে।
বন্ধক রেখেছি মন
তোর হাতে আজীবন,
পালাবো বল কী উপায়ে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়..
রাজী আছি কাছাকাছি
থাকবি যদি আয় চলে,
ও.. মিঠে রোদে স্বপ্ন মেখে
নীল পাহাড়ের আঁচলে,
আয় চলে …