Prothom Premer Gaan Lyrics (প্রথম প্রেমের গান) Mirchi Somak | Pijush
তুই রেখে দিলে আমি থেকে যেতে পারি
আর খামে ভরে ছায়াপথ রেখে যেতে পারি
ওই রাত জাগা তারা তোকে এনে দিতে পারি
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম..
তুই রাজি হলে চাঁদ মাটিতে নামাবো
তোর অযথা চোখের জল দুহাতে থামাবো
তোর হাসি খুঁজে দিতে জলে ডুবুরি নামাবো
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম..
এই প্রথম প্রেমের গান
তোর নামেই রেখে গেলাম,
এই প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম।
এই প্রথম প্রেমের গান
তোর নামেই লিখে গেলাম,
প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম,
লিখে গেলাম, রেখে গেলাম।
তোর যত কথা আছে শুনে যেতে পারি
আর খামোকা স্বপ্ন মনে বুনে যেতে পারি
আমি যেকোনো সুপারহিরো বনে যেতে পারি
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম।
তুই রাজি হলে রামধনু নীল হবে
রাতে একা একা শুতে খুব মুশকিল হবে
পরে জনগণনাতে বেশ গড়মিল হবে
শোন প্রথম প্রেম, প্রথম প্রেম।
এই প্রথম প্রেমের গান
তোর নামেই রেখে গেলাম,
এই প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম।
এই প্রথম প্রেমের গান
তোর নামেই লিখে গেলাম,
প্রথম প্রেমের গান
চিঠির গান লিখে গেলাম,
রেখে গেলাম, থেকে গেলাম।