Prothom Lyrics (প্রথম) Bass Baba Sumon | Unoponchash Batash
প্রথম ঝরে পড়া শিউলিটা,
কুড়িয়ে তোমার পায়ে দেবো বলে
আমি সারারাত শিশিরে ভিজেছি,
আমি সারারাত শিশিরে ভিজেছি।
মেঘলা দিনে তুমি আমার
একমুঠো রোদ্দুর,
আমার আশার ভালোবাসার
সাতটা সমুদ্দুর।
নির্ঘুম রাত স্বপ্নে আঁকা
শিউলি ফুলের গন্ধ মাখা,
লাজুক প্রথম ভোরে
ভালোবাসার গন্ধ গুজেছি,
ভালোবাসার গন্ধ গুজেছি।
শিউলির মৌ মৌ ঘ্রাণে
আমৃত্যু আলিঙ্গণে,
ভোরের প্রথম আলোয়ে,
বেঁধে নেবো তোমাকে।
ভালোবাসি ওই চোখ
তোমার স্নিগ্ধ পরশ,
আরোও ভালোবাসবো বলে ..
আমি দু’হাত পেতেছি,
আমি দু’হাত পেতেছি।
প্রথম ঝরে পড়া শিউলি’টা,
কুড়িয়ে তোমার পায়ে দেবো বলে
আমি সারা রাত শিশিরে ভিজেছি,
আমি সারা রাত শিশিরে ভিজেছি।