Premika Lyrics (প্রেমিকা) Raj Barman | Hullor
ভালোবাসি তোকে, বলছি মন থেকে
আমায় তোর হয়ে থাকতে দে,
একটু দুষ্টুমিতে, একটু খুনসুটিতে
আজকে আদর হাতে আমায় ভাসতে দে..
তুই হলি সত্যি আমার প্রেমিকা,
সপ্নেও তুই যে আমার প্রেমিকা,
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা।
বলি বলি, ভেবে ভেবে,
কিছু হয়নি বলা
বলি এবার দু’জনেতে আর তো নয় একেলা।
তুই হলি সত্যি আমার প্রেমিকা,
সপ্নেও তুই যে আমার প্রেমিকা,
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা।