Please Obhabe Takio Na Lyrics (প্লিজ ওভাবে তাকিও না) Pratik | Sudeshna
ওভাবে তাকিও না,
পাগল হয়ে যেতে পারি আমি
কেন এভাবে তাকাব না,
পাগল হলে হয়ে যাও তুমি।
তুমি মানে অযথাই মন কেমন
হতে পারি ঠিক তুমি চাও যেমন,
কোনো অজানা সকালে,
আজ তোমাকে না পেলে,
আমি স্মৃতি খুঁজে তোমাকে সাজাই..
একটু চাই তোমায় পাশে,
বায়না আজ মনের কাছে
কীভাবে তোমাকে বলব বলো
হারিয়ে ফেলেছি আমি নিজেকে তোমার,
দু’চোখের ভিড়ে, মনের তীরে
চলে আয়না তুই, বায়না আজ,
ওভাবে তাকিও না,
পাগল হয়ে যেতে পারি আমি,
হ্যাঁ যেতে পারি আমি।
রূপকথার-ই গল্প হলে,
অনুভূতি শব্দ পেলে,
বৃষ্টি জলে মন ভেজালে,
কেমন হত বল ? কেমন হত বল ?
বাসতে ভালো ইচ্ছে হলো, ইচ্ছে হলো
ডাকনামে তাই প্রেম পাঠালো, প্রেম পাঠালো
এই শহরের যত আলো,
তোমারই নামেতে লিখে দিতে পারি..
মেঘপালকের ইচ্ছে ডানায়,
বাস্তবে আর কল্পনায়,
নীলচে নদীর শেষ সীমানায়
হারিয়ে ফেলেছি আমি নিজেকে তোমার,
দু’চোখের ভিড়ে, মনের তীরে,
চলে আয়না তুই, বায়না আজ,
ওভাবে তাকিও না,
পাগল হয়ে যেতে পারি আমি,
হ্যাঁ যেতে পারি আমি।
Please ওভাবে তাকিও না ,
Please, Please, Please..
কেন এভাবে তাকাব না …
শোনো শোনো.. ওভাবে তাকিও না
কেন এভাবে তাকাব না?