O Kolkata Lyrics (কলকাতা) Shreya Ghoshal | Uraan
ঘন ঘন চাঁদ এসে পড়ে মুখে নেই ঘুম
পথে পড়ে থাকা চেনা শব্দের মরশুম।
একা জানালায় খুলে রাখা মন
জানে সংলাপ পেরোবে কখন
চোখে হারিয়েছি গল্পের খাতা..
ও কলকাতা আমার কলকাতা,
ও কলকাতা আমার কলকাতা।
ভিড়ে হেঁটে যায় কাগজের মুখ একা কেউ
বালি নীরবতা গুঞ্জন এসে ভাঙে ঢেউ।
গলি রাজপথে একই চলাচল,
মুঠোতে লুকোনো রুমালের জল
প্রিয় বর্ষায় হারাই ছাতা..
ও কলকাতা আমার কলকাতা,
ও কলকাতা আমার কলকাতা।
ছোট ছোট ভুল অনেক দূর সাজা পায়
ঠিক করে নিতে এক শতাব্দী ঘুরে যায়।
চেনা নিঃশ্বাসে ক্লান্তির ঘ্রান,
ভবঘুরে ঠোঁটে নোঙরের গান
কে যে ছেড়ে গেলো জাহাজ ঘাটা..
ও কলকাতা আমার কলকাতা,
ও কলকাতা আমার কলকাতা …