Nesha Akhon Notun Jibon Lyrics (নেশা এখন নতুন জীবন) MSB
কখনো গাঁজা, কখনো বাবা
কখনো গাঁজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবি না।
যে তুমি আপন ছিলে
দূরে সরে গিয়েছো,
অবুঝ এ হৃদয়টারে শূন্য
করে দিয়েছো।
স্বার্থ খুঁজে বদলে গেছো
নেশা আপন করেছে,
নেশাও আজ তোমার মতো
আমায় নষ্ট করেছে।
কখনো গাজা, কখনো বাবা
কখনো গাজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবি না।
আমার গানের প্রতিটা সুরে
তোমায় আমি খুঁজে যাই,
তুমি ছাড়া শূন্য লাগে
হৃদয়েরই আঙিনায়।
কার চোখে চোখ রেখে
অভিমান ভুলে যাও,
ভালোবাসি বলে আজ
কার বুকেতে মাথা দাও।
তোমায় কেন পাইনা খুঁজে
আমার শহর টায়?
কার শহরে আলো মাখো
আঁধার দিয়া আমায়?
কখনো গাঁজা, কখনো বাবা
কখনো গাঁজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলেনা,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবিনা।
তোমার দেওয়া স্মৃতি ভুলতে
নেশার জীবন ধরেছি,
তোমার চোখে হাসির জোয়ার
আমার চোখে পানি।
কেমন করে তোমার স্মৃতি
ভুলে থাকতে পারি আমি,
চাইনা নেশা চাইনা তোমায়
আঁধার ছেড়ে আলো চাই।
তাইতো তোমায় ভুলতে আমি
নেশার নৌকা বেয়ে যাই,
তুমি বেস সুখে আছো
অন্য কারো পিঞ্জিরায়।
কখনো গাঁজা, কখনো বাবা
কখনো গাজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবিনা।
এই আমি কেমন আমি যদি জানিতাম
আমার মতো একটা তুমি খুঁজি অনিতাম,
আমার মতো একটা তুমি খুঁজি অনিতাম।