Naam Rekhechi Bonolota Lyrics (নাম রেখেছি বনলতা) Shyamal Mitra
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি,
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি,
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি,
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা
হইয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।