Keno Mon Haralo Lyrics (কেন মন হারালো) Shaan | Sonia Nusrat
কেন মন হারালো, স্বপ্ন দেখালো
আলো এলেমেলো কোন বাহানায়।
আলো এলেমেলো কোন বাহানায়।
কেনো হাত বাড়ালো তোর বায়না গুলো
ভালোবাসা ছুঁলো আলতো টানায়।
এলো বেখেয়ালি দিন, হাওয়া মানছেনা আজ
বুকে দুলছে তোর টানাতে প্রেম জাহাজ।
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তকে চাই কথা উড়াই বারেবার।
আমায় তোর দিন-রাতে
আগলেনে তুই, চাইনা কিছুই, অজুহাতে
আমার সব ঠিকানাতে
তোর সাহসে, ইচ্ছে ভাসে, ধরা দিতে।
চোখে বেপরোয়া ভয়,
তোকে চাইতে যে চায়
কেন গল্প থেমে থাকে কল্পনায়..
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তকে চাই কথা উড়াই বারেবার।
কথায় রূপকথা তারা
চাইছে উড়ান, আজ অফুরান তোর কারনে,
এবার সত্যি হয়েই আর
থামছে না মন, আজ অকারণ, সাত বারনে।
এলো বেখেয়ালি দিন, হাওয়া মানছেনা আজ
বুকে দুলছে তোর টানাতে প্রেম জাহাজ..
এ নামে সে নামে খোলা খামে কতবার
আসলে তকে চাই কথা ওড়াই বারেবার..