Chibuk Lyrics (চিবুক) Sidhu | Unoponchash Batash
তোমার চিবুক বেয়ে নামছে যে জল
ঝুল বারান্দায় সাক্ষী এ শ্রাবণ,
তোমার চিবুক বেয়ে নামছে যে জল
ঝুল বারান্দায় সাক্ষী এ শ্রাবণ,
ঝুম দুপুর, রোদ নূপুর জড়িয়ে পায়
নয়নতারা, হাস্নুহানা মাতাল সময়।
কিছুটা অন্ধকারে, কিছুটা আলো নেভা রোদ্দুরে,
কিছুটা অন্ধকারে, কিছুটা আলো নেভা রোদ্দুরে
জলের নিনাদ ওই চুলে
বুকে সুনসান মেঘের ঘ্রাণ।
দিনশেষে কথা ফুরিয়ে যাওয়ার খেলায়,
দিনশেষে কথা ফুরিয়ে যাওয়ার খেলায়
ছুঁয়ে দেওয়ার বাহানায়,
দুই প্রশ্বাস একাকার।
তোমার চিবুক বেয়ে নামছে যে জল
ঝুল বারান্দায় সাক্ষী এ শ্রাবণ,
তোমার চিবুক বেয়ে নামছে যে জল।