Ami Amari Moto Lyrics (আমি আমারই মতো) Arbovirus Band
কিছু ভুল যায়না বোঝা কাছ থেকে
কিছু ভুল শেকড় ছড়ায় ধীরে ধীরে
আমরা হেরে যাই নিজের কাছে।
ও ও…
কিছু ভুল যায়না দেখা
কিছু ভুল আসেনা সংজ্ঞায়,
আমি আমারই মতো
ভাবিনি কারো কথা।
ভেবোনা কিছুই ছোঁয়নি আমাকে
ভেবোনা শেকড় ভাঙেনি মাটি।
তবে কিসের অপেক্ষা
কিছু বদলে যেতনা,
আমি আমারই মতো
কিছু বদলে যেতনা।
আমরা পারিনা বদলাতে
অথবা দূরে সরে যেতে নিজের থেকে,
তবে কেন এই চেষ্টা, শুধুই ব্যার্থতা
বিপরীত গল্প থাকুক তারই মতো।
ও ও…
তবে কিসের অপেক্ষা
কিছু বদলে যেতনা,
আমি আমারই মতো
ভাবিনি কারো কথা।