Aami Naari Ajker Naari Lyrics (আমি নারী আজকের নারী) Rozana Azad | Nafisa Azad
আঁধার ঘর আলো করে এসেছি বিষ্ময়
ভীরু চোখে স্বাগত হবার আশা নিশ্চয়,
নিন্দা আর নিশিরাত নয় তার জন্য
বিশ্ব যেন তারই ছাড়া হবে না তো পূর্ণ।
খুলতে দাও রুদ্ধ দ্বার
সুস্বাস্থ সুশিক্ষা সম-অধিকার,
খুলতে দাও রুদ্ধ দ্বার
সুস্বাস্থ সুশিক্ষা সম-অধিকার।।
হবোনা বড়ো অনাদরে
চাই ভালোবাসা আঁচল ভরে,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়।
জয়া জননী কন্যা বন্ধু
উর্ধে সামিল আমি স্বপ্নচারী
আমি দিগ্বিজয় করতে পারি,
আমি নারী, আজকের নারী
হ্যাঁ আমি নারী, আজকের নারী।।
লক্ষ্য রবে সমুখে মুক্তি শিক্ষায়
নিজের পথ গড়বো আপন প্রচেষ্টায়,
উন্মুক্ত আজ বিশ্বের দ্বার আমার জন্য
হবো কেন?
শিকারী চোখের কোনো পণ্য।
কর্ম সংসারে সম-অবদান
নারী পুরুষের অধিকার সমান,
কর্ম সংসারে সম-অবদান
নারী পুরুষের অধিকার সমান।।
এই ছোট যারা যত্ন চায়
কাল মিলবো রং পাতায় পাতায়,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়।
বিশাল মমতার এই আমাকে
একের অধিক প্রাণ ধরতে পারি
সুস্থ সুন্দর আগামীর দিশারী..
আমি নারী, আজকের নারী
হ্যাঁ আমি নারী, আজকের নারী
আমি নারী, আগামীর নারী ..